UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আটরা পালপাড়া পূজা মন্দির পরিদর্শনে কেএমপি কমিশনার

koushikkln
অক্টোবর ৪, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধায় খানজাহান আলী থানার আটরা পালপাড়া পূজা মন্দির পরিদর্শন করেন। কেএমপি’র পুলিশ কমিশনার পূজামন্ডপ পরিদর্শনকালে সকলকে শারদীয়া শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোসাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (গোয়েন্দা ) বি এম নুরুজ্জামান,ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আব্দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন মোঃ জাফর আহম্মেদ, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান। খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন মাতুব্বর । বিট পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ কিসমত আলী, খানজাহান আলী থানা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সরকার সহ পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও বিট পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।