UsharAlo logo
বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আড়ংঘাটা বাইপাসে পাটের গোডাউনে অগ্নিকাণ্ড

usharalodesk
মার্চ ৩০, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন ওয়েভ জুট টেক্সটাইল এর পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে খানজাহান আলী, দৌলতপুর ও খালিশপুর ফায়ার সার্ভিস’র ১ টি করে মোট ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।

ওয়েভ জুট টেক্সটাইল এর এজিএম মোঃ হাফেজ আহম্মেদ সরকার বলেন, ফায়ার সার্ভিসের সাথে আমাদের প্রতিষ্টানের শ্রমিক কর্মচারীদের সহায়তায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে আমাদের পাটের কাটিং, রেডি জুট পুড়ে গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমান ঠিক কতো হয়েছে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেন নি।