UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী উদ্যোগ নেয়নি: সাইফুল হক

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১৪, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে দৃশ্যমান ও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত দেশসমূহ ও রোহিঙ্গা শরনার্থীদের ফিরে যাওয়ার ব্যাপারে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ইতোমধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা মানবিক বিপর্যয়ের মুখোমুখী। তাদের অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘের মহাসচিবের এবারকার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে।

শুক্রবার সকালে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সাইফুল হক বলেন, শিশু আছিয়ার করুন মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিদ্যমান গোটা রাষ্ট্র, সমাজ ব্যবস্থা ও চূড়ান্ত অবক্ষয়ী মূল্যবোধ এই ধরনের মর্মান্তিক মৃত্যুর রাস্তা প্রশস্ত করে। তিনি নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানান। একইসঙ্গে তিনি আছিয়ার করুণ মৃত্যুর ঘটনা বন্ধে অপরাধী দ্রুত উপুযুক্ত বিচারের পাশাপাশি এসব অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।

তিনি সরকারকে তাদের রাজনৈতিক এজেন্ডা ছোট করে আনার পরামর্শ দেন। তিনি সংস্কার ও বিচারের পাশাপাশি এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দৃশ্যমান উদ্যোগ নিতে আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলান রাশিদা বেগম, সজীব সরকার রতন, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম স্নিগ্ধা সুলতানা ইভা, জেলার প্রতিনিধি মীর রেজাউল আলম, মাহমুদুল হাসান পিপলু, অরবিন্দু বেপারী বিন্দু, এমডি ফিরোজ, আনোয়ারুল ইসলাম নান্নু,বাবর চৌধুরী, সুমন হাওলাদার, শাহীন মন্ডল, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, আবু লাহাব লাইসুদ্দিন, লিপি সরকার, শাহজাহান মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

কর্মশালার শুরুতে পার্টির কেন্দ্রীয় নেতা গণসংগীত শিল্পী এপোলো জামালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক, শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

ঊষার আলো-এসএ