ফুলবাড়ীগেট প্রতিনিধি: খানজাহান আলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময়ে ১ লাখ ৩৭ হাজার টাকা ১৩ সেট তাসসহ আটরা গিলাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির (৪৪) আফিলগেট এলাকার আরোজ আলীর পুত্র শরিফুল ইসলাম (২৮) আটরা এলাকার এলেম এর পুত্র নুর ইসলাম (৩২) পান্নুর পুত্র সাইফুল মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে।
১৬ অক্টোবর রাত সাড়ে ১১ টায় আফিলগেট বাজারস্থ জাফর খাঁ বাড়ি থেকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ ।
এলাকাবাসী জানান আটককৃত ইউপি সদস্য ইতিপুর্বে একাধিকবার জুয়া খেলার সময়ে পুলিশের হাতে আটক হয়। জাফর খাঁ এর বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া খেলাসহ নানা অসামাজিক কার্যক্রম চলে আসছে । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান এ ঘটনায় জুয়া আইনে মামলা হয়েছে যার নং ০৯ তাং ১৭/১০/২২ ইং।