UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও চালু হল মৈত্রী এক্সপ্রেস

pial
মে ২৯, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা মহামারি শেষে দীর্ঘ ২ বছর ২ মাস পর ফের চালু হয়েছে বাংলাদেশ-ভারত রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। চালুর প্রথম দিনে ১৬৪ জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন হয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আজ রোববার (২৯ মে) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে দুপুর ১ টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। সেখানে ২০ মিনিট যাত্রা বিরতি ও ইঞ্জিন পরিবর্তনের পর দুপুর ২টায় সীমান্ত পেরিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। ট্রেন চালুর সময় রেলওয়ে কর্মকর্তা এবং যাত্রীদের মধ্যে দর্শনা স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারতগামী মোট ১৭০ জন টিকিট ক্রয় করেন। তার মধ্যে ১৬৪ জন যাত্রী মৈত্রী ট্রেনে যাত্রা করেন। আর বাকি ছয়জন অনুপস্থিত। ফের নতুন করে মৈত্রী চালু হওয়ায় যাত্রীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)