UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও স্প্রিন্ট অ্যাক্টিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

usharalodesk
মে ২৬, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আবারও স্প্রিন্ট অ্যাক্টিভের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া।

আজ বুধবার (২৬ মে) এপেক্স থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (১৯ মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে জামাল ভূইয়ার চুক্তি সই হয়। এ চুক্তির মেয়াদ ২০২২ সালের ১৮ মে পর্যন্ত থাকবে।  স্প্রিন্ট, এপেক্সের অ্যাথলিজার ব্র্যান্ড যেটি অ্যাক্টিভ লাইফস্টাইকে প্রমোট করে ও দৈনন্দিন জীবনে ফিটনেস ও পারফরম্যান্সকে উৎসাহিত করে থাকে।

সে সময় সাইনিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন এপেক্সের হেড অব ব্র্যান্ড ইব্নে আবু জায়েদ, ব্র্যান্ড এক্সিকিউটিভ মি. প্রান্ত চন্দ্র শীল ও অ্যাসিস্ট্যান্ট  ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মো. জসিম উদ্দীন।

(ঊষার আলো-এফএসপি)