ঊষার আলো রিপোর্ট : আবারও বাড়লো ভোজ্যতেলের দাম। ১৯৮ টাকা থেকে বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ২০৫ টাকা দরে। যা পরিবেশক পর্যায়ে ১৯৫ টাকা এবং মিলগেটে বিক্রি হবে ১৯৯ টাকা দরে। একইভাবে এক লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে বিক্রি হবে ১৮০ টাকা। পরিবেশক পর্যায়ে বিক্রি হবে ১৮২ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৮৫ টাকা দরে বিক্রি করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নুরুল হকের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল মিলগেটে ৯৫২ টাকা, পরিবেশক পর্যায়ে ৯৭২ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৯৯৭ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া খোলা প্রতি লিটার পামতেল সুপার মিলগেটে ১৫৩ টাকা, পরিবেশক পর্যায়ে ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৫৮ টাকা দরে বিক্রি হবে।
আদেশে নির্ধারিত দামের বেশী কেউ বাজারে তেল বিক্রি করতে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।