ফুলবাড়ীগেট প্রতিনিধি : খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে শেখ আবিদ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শেখ আবিদ হোসেন বলেন, তিনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন। এজন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।