ঊষার আলো ডেস্ক : নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে খুলনার সিপিবি রেড ভলান্টিয়ার্স অক্সিজেন ব্যাংকে প্রদানকৃত সিলিন্ডার তাঁর পক্ষে সিপিবি নেতা গোলাম রব্বানী রেড ভলান্টিয়ার্স, খুলনার সমন্বয়কারী সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিনের নিকট হস্তান্তর করেন।
এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, প্রদীপ সাহা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সদর থানা সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায়, যুব নেতা ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ। এ সময়ে নেতৃবৃন্দ অতিমারীর এ দুর্যোগে আর্তমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।