ঊষারআলো রিপোর্ট: খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের প্রাক্তন ছাত্র সমিতির ৫০ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটির আহবায়ক করা হয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কলেজের শিক্ষার্থী প্রফেসর সেলিনা বুলবুলকে এবং সদস্য সচিব করা হয়েছে কলেজের সাবেক ভিপি জামাল উদ্দিন বাচ্চুকে।
৫০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন এস. এম. দাউদ আলী, মোকলেসুর রহমান বাবলু, আজমল আহমেদ তপন, এম. এম. এ. সালাম, সেকেন্দার জাফর উল্লাহ্ খান সাচ্চু, এস. এম. হারুনার রশিদ, আনোয়ারুল কবির, এস. এম. রবিউল ইসলাম, শফিকুল আলম তুহিন, অধ্যক্ষ মোঃ শহিদুল হক মিন্টু, এ্যাড মোঃ সাইফুল ইসলাম, এ. কে. এম. মঈনুল ইসলাম, অধ্যাপক মোঃ আযম খান, এ্যাড মোঃ গোলাম রসুল গাজী, কমল কৃষ্ণ সাহা, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মেজর জিল্লুর রহমান, আব্দুল মোতালেব, প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, রুমা নন্দী, কামরুল করিম বাবু, উল্লাসীনি সরকার, শেখ আসাদুজ্জামান আসাদ, সৈয়দ আয়ুব হোসেন অপু, সিদ্ধার্থ কুমার সাহা, অসিত বরন বিশ্বাস, মুসাম্মৎ শাহানাজ বেগম, চৌধুরী বাশার ওয়াদুদ সুমন, শাহ্ মোঃ জাকিউর রহমান, আমীর রেজাজ খান, সেলিম আহমেদ, মীর বরকত আলী বরকত, চৌধুরী মিনহাজ উজ-জামান সজল, এম. এ. নাসিম, রবিউল ইসলাম বিপ্লব, এ্যাড শিব দাস মিত্র, তারক চাঁদ ঢালী, মাসুদুর রহমান, তাহেরা নাসরিন রীনি, এইচ. এম. কাহরিয়ার, এস. এম. নঈমুজ্জামান টগর, ইনামুল হক, রফিকুল ইসলাম, এজাজ আহমেদ, তৌহিদা পারভীন রুমু, জাবির আলী, পার্থ সাহা, আবুল হাসান হিমালয়, নূর ইসলাম রকি এবং সোহেল বিশ্বাস।
ঊআ-বিএস