UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলাস্কায় নতুন মাংসখেকো উদ্ভিদের সন্ধান

usharalodesk
আগস্ট ১৭, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আমেরিকার আলাস্কায় নতুন এক মাংসখেকো উদ্ভিদের সন্ধান মিলেছে। উদ্ভিদটির কাণ্ড সবুজ ও ফুলের রং সাদা। নতুন আবিষ্কৃত মাংসখেকো গাছটির সাথে আরেক মাংসাশী উদ্ভিদ সানডিউ বা সূর্য শিশিরের মিল আছে। এ বর্গে ১৫০টির বেশি উদ্ভিদ রয়েছে, যারা উজ্জ্বল লাল রং, শিশিরবিন্দু এবং সুগন্ধির সাহায্যে পতঙ্গ ধরে খায়।

অন্যান্য মাংসখেকো উদ্ভিদের মতোই নতুন আবিষ্কৃত মাংসাশী গাছটির আয়ুষ্কালও কম। উদ্ভিদটি মে মাসে জন্মায়, জুন-জুলাইয়ে এতে ফুল ধরে ও তারপর বীজ উৎপাদন করে শরতের শুরুতে মারা যায়। এটি আবিষ্কার করেন ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানী কিয়ানশি লিন। লিন এই গাছটির খোঁজ পান তার এক ছাত্রের কাছ থেকে। ওই ছাত্র লিনকে জানায় গাছটির ফুলের গঠন মাংসখেকো উদ্ভিদের মতোই।

লিন তখন পরীক্ষানিরীক্ষা করে পরে নিশ্চিত হন যে, এতদিন মন্দারের মতো দেখতে ওই গাছটি আসলে মাংসাশী। এতদিন গাছটিকে সবাই মন্দারের একটি প্রজাতি হিসেবে চিনত। তবে লিনের গবেষণায় দেখা যায়, গাছটি ফুলের মাধ্যমে ছোট ছোট কীটপতঙ্গকে ফাঁদে ফেলে খেয়ে থাকে।

বেশিরভাগ মাংসাশী উদ্ভিদই সাধারণত রৌদ্রোজ্জ্বল অঞ্চলে ঊষর মাটিতে জন্মায়। প্রাণী ধরে খাওয়ার জন্য প্রচুর শক্তিরও দরকার পড়ে। মাত্র দশমিক ২ শতাংশ উদ্ভিদের এই ক্ষমতা রয়েছে বলে ধারণা করা হয়।

নতুন আবিষ্কৃত মাংসখেকো গাছটি আকারে খুব ছোট। এছাড়া গাছটির যে কর্ষিকাগুলো (লম্বা শুঁড়জাতীয় অংশ) নানা ধরনের পতঙ্গ আটকে ফেলে, সেগুলো শুধু ফুলের মধ্যেই থাকে। সেজন্যই গাছটি এতদিন কারও চোখে পড়েনি।

গবেষণায় দেখা যায়, নতুন প্রজাতির এই মাংসাশী উদ্ভিদ ছোট ছোট পিঁপড়া ও মাছি খায়। কিন্তু পরাগায়নে সাহায্যকারী মৌমাছিদের এরা ধরে না। উদ্ভিদটির শুঁড়ের মতো কর্ষিকাগুলো বিভিন্ন ধরনের পতঙ্গ আটকে ফেলে ও ক্রমেই সেগুলোকে হজম করে নেয়।

কিন্তু জার্মান উদ্ভিদবিজ্ঞানী অ্যান্দ্রিয়াস ফ্লাইশমান বলেছেন, নতুন আবিষ্কৃত এই উদ্ভিদটি নিজেকে রক্ষার জন্যও পোকামাকড়কে হত্যা করে থাকতে পারে।

(ঊষার আলো-এফএসপি)