UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগ নেতার বাড়িতে বিএনপি নেতার হামলা!

koushikkln
মে ১৯, ২০২১ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি নেতা মোহাম্মদ মান্নান মোল্লাসহ তার সমর্থকরা।
বুধবার (১৯ মে) সকাল ৯ টায় আধিপত্য বিস্তারের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে তরিকুল ইসলামের স্ত্রী তাজরিনার হাতে কোপ লেগে জখম হয়। বর্তমানে তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে তেরখাদা উপ‌জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামসহ মোঃ খোকন মোল্লা ও কিবরিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এর নেতৃত্ব দেন উপ‌জেলা বিএন‌পির সদস‌্য মোহাম্মদ মান্নান মোল্লাসহ সেলিম মোল্লা, ইকবাল ও তৌহিদী। এ ঘটনার পরে বারাসাত গ্রামে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল আলম বলেন, বারাসাত গ্রামে দুই পক্ষের মধ্যে গোলমালের ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই সেখানে পুলিশ পৌঁছেছে। তাই বড় কোন ধরনের সংঘর্ষ হয়নি। বর্তমানে ওই এলাকায় ব্যাপক সংখক পুলিশ মোতায়েন রয়েছে।’