UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আড়ংঘাটায় ঘেরের মাছ চুরির প্রচেষ্টার ঘটনায় মামলা : গ্রেফতার ৪

koushikkln
ডিসেম্বর ২৮, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর আড়ংঘাটায় এলাকায় ঘেরের মাছ চুরির প্রচেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েন ওই এলাকার দীর্ঘদিন ধরে ঘেরের মাছ চুরির সাথে সম্পৃক্ত ব্যক্তিদ্বয়েরা। অতঃপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। ঘটনাটি গত ২৭ ডিসেম্বর রাতে লতা বাইপাস সংলগ্ন রমজান মোল্লার মুরগীর ফার্মের বিপরীতে মোঃ রাজুর ঘেরের পূর্বপাড়ে ঘটে। ওই ঘটনায় ঘের মালিক আড়ংঘাটা দক্ষিণপাড়ার এলাকায় মৃত- হানিফ শেখের ছেলে মোঃ রাজু বাদী একই এলাকার বাসিন্দা মোঃ ফরহাদ শেখের ছেলে মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ দুলাল হাওলাদারের ছেলে মোঃ রাজু হাওলাদার (২৫), জহুর শেখের ছেলে রনি শেখ (২২), জহুর শেখের ছেলে জনি শেখ (২৫)সহ অজ্ঞাতনাম ৪/৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৬, তাং ২৮-১২-২২)।

বাদী এজাহারে জানান, গত ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) লতা বাইপাস সংলগ্ন রমজান মোল্লার মুরগীর ফার্মের দিকে বিপরীত দিকে তার ঘেরসহ আশপাশে স্থানীয়রাও তাদের ঘের পাহারা দিচ্ছিল। ওই রাতে ১১টার দিকে কিছু সন্দেহে ভাজন ব্যক্তিকে ঘেরে আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখা পেয়ে বাদী স্থানীয় লোকদের ডাকতে খবর পাঠান। অতঃপর রাত সাড়ে ১১টার দিকে বাদীসহ স্থানীয়রা সন্দেহভাজনদের তাড়া করলে তারা দৌড়ে পালানো চেষ্টা করলে এজাহার নামীয় আসামীদের ধরে ফেলেন এবং অজ্ঞাত নামা ৪/৫জন দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আড়ংঘাটা থানা পুলিশকে খবর দিলে তার ঘটনাস্থলে পৌছান এবং আটকৃতরা পুলিশের নিকট ঘেরে মাছ চুরির উদ্দেশে একত্রিত হয়েছিল বলে স্বীকার করে। পুলিশ ওই আসামীদের নিকট থাকা মাছ ধরার সরজ্ঞামাদী উদ্ধার করে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ ওহিদুজ্জামান জানান, বাদী এজাহারের ভিত্তিতে ঘেরে মাছ চুরি করার প্রচেষ্টাকালে জনতার হাতে আটক আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ইতো মধ্যে মামলা রজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।