UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর সুপার কানাই লালের জেমিনি ফুডস পরিদর্শন

koushikkln
নভেম্বর ১৪, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর সুপার কানাই লাল সরকার খুলনা জেলার রূপসা ‘জেমিনি সী ফুডস্ লিমিটেড’  সোমবার (১৪ নভেম্বর) দুপুরে পরিদর্শন করেছেন।

এ সময় তিনি শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।  কারখানা কর্তৃপক্ষকে যথা সময়ে শ্রমিকদের বেতন-ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান।  কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমূহ ও সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরি ব্যাবস্থা পরিদর্শন করেন। এছাড়াও, শ্রমিকদেরকে মাক্স ব্যাবহার করার জন্য উৎসাহিত করেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার শিল্প প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেন। তিনি  দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শিল্প প্রতিষ্ঠানে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে সকলের সহায়তা কামনা করেন।