ইসলামী ঐক্যজোটের খুলনা ৪ আসনের প্রার্থী মুফতি রিয়াজউদ্দিন রবিবার সকালে গাজীরহাট জুঙ্গুসিয়ায় উঠান বৈঠক করেন। এ সময় তিনি বলেন রুপসা , তেরখাদা -দিঘলিয়া অবহেলিত এ এলাকাকে যদি আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন তাহলে আমি ইনশাআল্লাহ এটাকে মডেল এলাকা হিসাবে গড়ে তুলবো।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এলাকা হিসাবেও তিনি গড়ে তোলার প্রতিশ্রতি দেন। তরুন প্রজন্মের ভোটারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন তরুন প্রজন্মের প্রথম ভোট মিনার মার্কায় হোক।
গনসংযোগকালে তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।