UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক বিক্রেতা গ্রেফতার

usharalodesk
মার্চ ২০, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করেছে।

শনিবার (২০ মার্চ ) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কানাই লাল সরকার জনান, নগরির বিভিন্ন স্থান থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চানমারী বাজার এলাকার হামিদা আক্তার(২৩), বৈকালী বাজারের পিছনে ফকির বাড়ী লেন এলাকার মোঃ আলামিন হাওলাদার(৪৯), বৈকালী লেংটা ফকিরের মাজারের পাশের এলাকার  মোঃ সেলিম হোসেন(৩০), বঙ্গবাসি এলাকার মোঃ সুমন ওরফে মেছো সুমন(৩০) এবং ৫ পটুয়াখালীর বি টাইব বাজারের মোঃ তোফায়েল হোসেন(৩৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দয়ের করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)