UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উদ্যোক্তা পরিবার বিসিক খুলনা কর্তৃক অনলাইন পণ্য মেলার শুভ উদ্বোধন

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ভার্চুয়াল অনলাইন প্লাটফর্মে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ১০ টায় বিসিক জেলা কার্যালয় খুলনায় উদ্যোগে উদ্যোক্তা পরিবার বিসিক খুলনা কর্তৃক অনলাইন পণ্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিসিক অঞ্চল খুলনার উপ-মহাব্যবস্থাপক আবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-বরিশাল আঞ্চলিক প্রধান কাজী মাহবুবুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন বিপনন বিভাগ বিসিক ঢাকার মহা-ব্যবস্থাপক অখিল রজ্ঞন তরফদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখেন গ্রীন নারী কল্যাণ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক, পাট কন্যা নামে খ্যাত ও দৌলতপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে জাতীয় ও বিভাগীয় জয়িতা অধ্যাপক ছাকেরা বানু এই করোনাকালীন সময়ে নতুন-নতুন উদ্যোক্তা তৈরি করে তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত এর মাধ্যমে অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতে হবে বলে বক্তব্য রাখেন।

জয়িতা অধ্যাপক ছাকেরা বানু

উদ্বোধনী অনুষ্ঠানে ৪৩ জন উদ্যোক্তা, মেলায় ৮৫ জন উদ্যোক্তা ও গ্রুপ সদস্য ৪১৯ জনসহ মেলায় অংশগ্রহন করেন। মেলা চলবে আগামী ১৫ জুলাই।
(ঊষার আলো-এমএনএস)