উষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য। আজকে দেশের উন্নয়ন দেখে হিংসায় জ্বলে মরে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে স্বাধীনতা বিরোধী জামায়াত- বিএনপি। আর জামায়াত-শিবির কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত।
সোমবার (১২ ডিসেম্বর) বিকালে মহারাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ওয়ার্ড সভায় ইউপি সদস্য আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এমপি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এলাকার ছাত্রছাত্রী ও জনগণের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘবে প্রতাপ স্মরণী স্কুল সংলগ্ন খালে দ্রুত রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন। এর আগে এমপি মহারাজপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন, এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীর সাথে মতবিনিময় করেন।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ এমবিএমএস দোহা (বিপিএম), অধ্যক্ষ চয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী, দক্ষিণ বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল কবির সম্রাট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আওয়ামী লীগ নেতা এস এম জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলম, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, প্রতাপ স্মরণী স্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজিত কুমার সরকার, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, সংরক্ষিত সদস্য সীমা বালা ঢালী, যুবলীগ নেতা শামীম সরকার, এম এম আজিজুল হাকিম, এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব গাজি, আক্তারুল ইসলাম, জেড এম হুমায়ুন কবির নিউটন, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।