UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এই প্রথম অ্যাপের মাধ্যমে ঋণ পাচ্ছেন পোশাক শ্রমিকরা

usharalodesk
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এই প্রথমবারের মতো দেশের তৈরি পোশাক শ্রমিকদের জন্য ডিজিটাল ঋণ বিতরণ শুরু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক।

পাইলট প্রকল্পের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে অনন্ত জলিলের মালিকানাধীন ৪টি পোশাক কারখানার শ্রমিকরা অ্যাপের মাধ্যমে আবেদন ঋণ পেয়েছেন।

এ প্রকল্প সফল হলে পরে দেশের সকল পোশাক কারখানার শ্রমিকদের জন্য ঋণ কার্যক্রম চালু করবে প্রাইম ব্যাংক।

এজন্য প্রথমে পোশাক শ্রমিকদের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের অ্যাপস্টোর থেকে প্রাইম অগ্রিম অ্যাপটি ডাউনলোড করে লগইন করতে হবে। লগইনের সাথে সাথে প্রাইম ব্যাংকের কাছে নোটিফিকেশন যাবে। এরপর প্রাইম ব্যাংক গ্রহীতার ঋণ সক্ষমতা যাচাই করে ঋণ বিতরণ করবে। এজন্য গ্রহীতাদের ব্যাংকে যেতে হবে না, ঘরে বসেই ঋণ পেয়ে যাবেন।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের ডিজিটটাল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট মাজিদ উল হক জানান, পোশাক শ্রমিকদের বেতন কম। তারা ব্যাংক থেকে সরাসরি ঋণ পান না কাজে আমরা তাদেরই ঋণ দেবো।

সুইসকন্টাক্ট ও ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঋণ কার্যক্রম চালু করেছে প্রাইম ব্যাংক।

(ঊষার আলো-এফএসপি)