UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একসাথে পাঁচটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন

usharalodesk
জুলাই ৫, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার একসাথে পাঁচটি কৃত্রিম উপগ্রহ মহাশূণ্যে পাঠালো চীন। গত শনিবার দেশটির তাইয়ুহান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ছোঁড়া হয় স্যাটেলাইটগুলো।

স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ উৎক্ষেপণ করা হয় জিংশিদাই-টেন, জিলিন-ওয়ান জিরো ওয়ান বি ও তিনটি জিলিন-ওয়ান নামের স্যাটেলাইট বহনকারী রকেট।

এরমাধ্যমেই ৩৭৬তম অভিযান পরিচালনা করলো চীনের লংমার্চ রকেট সিরিজ।

প্রসঙ্গত, এসকল স্যাটেলাইট দুর্যোগের পূর্বাভাস, সমুদ্রসীমার ওপর নজরদারি, সাধারণত আবহাওয়া ও শত্রুপক্ষের আক্রমণের ব্যাপারে জানান দিতেই ব্যবহৃত হয়।

(ঊষার আলো-এফএসপি)