UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একসাথে ১০ সন্তান প্রসব

ঊষার আলো
জুন ১২, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ আফ্রিকার এক নারী একসাথে দশ সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন। চিকিৎসকেরা এই ঘটনা নিশ্চিত করলে এটিই হবে একসাথে সবচেয়ে বেশি সন্তান জন্ম দেওয়ার রেকর্ড।

এ নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল (৩৭)। গত ৭ জুন শেষ রাতে প্রিটোরিয়ার এক হাসপাতালের সিজারিয়ান সেকশনে ৭টি ছেলে এবং ৩টি কন্যা সন্তান জন্ম দেন তিনি।

গোসিয়ামি এর আগেও জমজ সন্তানের জন্ম দিয়েছেন। তার স্বামী তেবোগো টিসোটেটসি স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য দেন। তিনি বলেন, তার স্ত্রী খুব আনন্দিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কিন্তু এখন বেশি কথা বলতে পারছেন না।

সিথোল এই গর্ভধারণকে স্বাভাবিক বলে দাবি করলেও এ রকম সন্তান জন্মদানের ক্ষেত্রে ব্যাপকভাবে চিকিৎসার দরকার পড়ে থাকে। গর্ভধারণের সুযোগ বাড়ানোর জন্য গর্ভাশয়ে একাধিক নিষিক্ত ভ্রূণ সন্নিবিষ্ট করে দিতে হয়।

মাসখানেক আগে মালির এক নারী একসাথে ৯টি সন্তান জন্ম দেওয়ার দাবি করেন।

তবে দক্ষিণ আফ্রিকায় সন্তান জন্মদানের এই ঘটনা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারণ, হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ওই নারী জনান, চিকিৎসকরা প্রাথমিকভাবে তার গর্ভে ৬ সন্তানের কথা বলেছিলেন। তবে পরবর্তী স্ক্যানে তা বেড়ে দাঁড়ায় ৮টিতে। কিন্তু সিজারের সময় আরও ২টি সন্তানের দেখা যায়। আফ্রিকার বিভিন্ন গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়।

(ঊষার আলো-এফএসপি)