UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একুশে মেলার লেখক কুঞ্জের শিশু কিশোর ম্যাগাজিন ‌’জল টুপ টুপ’ এর মোড়ক উন্মোচন

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা একুশে বই মেলার লেখক কুঞ্জে স্থানীয় কবি সাহিত্যিকদের আনন্দ ঘন মুখর আয়োজনে শুক্রবার (২ এপ্রিল) বিকেল সােড় ৫টায় কেক কেটে শিশু কিশোর ম্যাগাজিন ‘জল টুপ টুপ’ এর মোড়ক উন্মোচন করা হয়। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যগাজিনের সম্পাদক আসাদ জোবায়ের নির্বাহী সম্পাদক মনিরা মিতা, ব্যবস্থাপনা সম্পদক আসাদুল হক আজাদ, আলমগীর হোসেন বাদশা, মেঠো বাংলার কবি মফিদুল ইসলাম, কবি সংগঠক আবু আসলাম বাবু, এজি রানা, হিমাংশু বিশ্বাস, আইয়ুব আলী, সাবিত্রি গাইন, শাকিল মৃধা, বদিউজ্জামান, আকিব, হাসি কনা, নুজাইমা বিনতে আজাদ, তুলতুল, মার্জিয়া ইসলাম, প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)