UsharAlo logo
বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাসেরও বেশি সময়ের রেমিট্যান্স এলো ১৫ দিনে

ঊষার আলো
এপ্রিল ২১, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা মহামারির মধ্যেও চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানিয়েছে, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে চলতি বছর মাত্র ১৫ দিনেই গত বছরের পুরো এপ্রিল মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিল শেষে রেমিট্যান্স আহরণ দাঁড়াবে ২৩০ কোটি ডলারে।
গত ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন রেমিট্যান্স যোদ্ধারা। অর্থবছর হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ছিল সেটি। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার।

(ঊষার আলো- এম.এইচ)