UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মিনিটে সবচেয়ে বেশিবার মানব স্কিপিং, বিশ্ব রেকর্ড!

pial
অক্টোবর ২৫, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মানুষকে দড়ি বানিয়ে স্কিপিং করে এই প্রথম রেকর্ড করা হলো! যুক্তরাজ্যভিত্তিক একটি গ্রুপ গত ১৫ ফেব্রুয়ারিতে ইতালির মিলান শহরে অনুষ্ঠিত ‘লো শো দেই রেকর্ড’ সেটে ১ মিনিটে ৫৭টি স্কিপ সম্পন্ন করে বিশ্ব রেকর্ড করে। সেতা এখন স্থান পেলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

অ্যাক্রোপলিসের প্রতিযোগী দলটির নাম ওয়াইল্ডক্যাটস চিয়ার টিম।

সেই স্কিপিংয়ের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘সবচেয়ে সস্তা স্কিপিং দড়ি হলো একজন মানুষ…কোন দল ১ মিনিটে সবচেয়ে বেশি স্কিপ করতে পারে?’
ভিডিওটিতে দেখা যায়, প্রথম দল, অ্যাক্রোপলিস, একটি ছেলেকে দড়ি বানিয়ে লাফাচ্ছে। ভিডিওটি ইন্টারনেটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, বেশিরভাগই বেশ মজা পেয়েছেন।

অনেকে বলেছেন যে, যাকে দড়ি বানানো হয়েছিল, নিশ্চিত তিনি খেলা শেষে বমি করে দিয়েছেন। আরো একজন রসিকতা করে বলেছেন, মাথাটা যদি মেঝেকে বাড়ি খায় তাহলে কিন্তু এটা মোটেই কোনো সস্তা দড়ি আর থাকবে না। আরেকজন বলেন, ‘এ লোকদের এক্স-রে করানো দরকার!’

(ঊষার আলো-এফএসপি)