UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এক যুবকের প্রেমে ৫ তরুণী, হাতেনাতে ধরে মারপিট!

pial
ডিসেম্বর ৩, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঘটনাটি ঘটে ভারতের বিহারের সোনপুরের। সেখানে এক যুবকের সাথে পাঁচ তরুণীর প্রেম। দিনকাল ভালোই যাচ্ছিল, তবে বাধসাধল মেলায় ঘুরতে গিয়ে। এক মেলায় প্রেমিকার সাথে ঘুরতে যান ওই যুবক! তবে কিছু ক্ষণের মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট! সেই মেলায় একসাথে এসে হাজির যুবকের আরো চার প্রেমিকা! যুবককে অন্য তরুণীর সাথে দেখে বেজায় খেপে যান বাকি ৪ প্রেমিকা। শুরু হয় হাতাহাতি, চলল কিল, চড়, ঘুষি।

এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে ৫ জন তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করছেন। যে তরুণী যুবকের সাথে মেলায় গিয়েছিলেন, বাকি ৪ জন মিলে তাকে বেধড়ক মারতে শুরু করেন। তাকে আবার বাঁচানোর চেষ্টা করেন সেই যুবক, এই ঘটনায় আরও চটে যান বাকি চার তরুণী। হাতাহাতি এমন পর্যায় চলে যায় যে, সেই তরুণীর জামাকাপড়ও ছিঁড়ে দেন তারা।

ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছে। কেন ওই তরুণীর উপর মারধর চালানো হল তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। কেউ কেউ বলছেন, দোষ করলেন এক জন, শাস্তি পেল অপর জন! কেউ আবার বললেন, ছেলেটিকেই ধরে পেটানো উচিত ছিল! মেয়েটিকে কেন পেটানো হল? সূত্র : আনন্দবাজার পত্রিকা।

(ঊষার আলো-এফএসপি)