খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিলসি এর পৃষ্টপোষকতায় এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর খেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হবে আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে। উদ্বোধন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ ব্যাপারে আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা স্টেডিয়া সভা কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থা।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: বকতিয়ার রহমান গাজীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর খেলার কোচার এসএম জাকির হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগ এর মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৪টি দল সুপার লীগ ও পয়েন্ট টেবিলের নিচে ৪টি দল সুপার লীগ ও পয়েন্ট টেবিলের নিচের ৪টি দল রেলিগেশন লীগে অংশগ্রহন করবে। গ্রুপের সর্বনি¤œ দুটি দল রেলিগেশনে যাবে অর্থাৎ ততৃীয় বিভাগ থেকে অবনমতি হবে।
এছাড়া সুপার লীগের চ্যাম্পিয়ান ও রানার্স আপ দল দ্বিতীয় বিভাগে উন্নীত হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, এখন থেকে খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সকল লীগ কালার ড্রেসে ও সাদা বলে অনুষ্ঠিত হবে। এই প্রথম লীগের সকল খেলা দেশ ও বিদেশে যে কোন প্রান্ত বসে ঈৎরপঐবৎড়বংহ অঢ়ঢ় এর অনলাইনে লাইভ স্কোর দেখা যাবে এবং বৃষ্টি বিঘ্নিত বা অন্য কোন কারণে খেলা বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক ক্রিকেটর নিয়ম ডিএলএস মেথডে খেলার ফলাফল নির্ধারিত হবে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সার্বিক পরামর্শ ও তত্ত্ববধান ও সহযোগিতা করার কারনে খুলনার খেলাধুলায় ফিরে এসেছে প্রানচাঞ্চল্য। ইতিমধ্যে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সফল ভাবে সম্পন্ন হয়েছে ডিএসএ একাডেমী কাপ অনুর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়া অন্যান্য লীগের খেলা শুরু প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় ক্রিকেট লীগ ২০২৪-২৫ এর খেলা দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা জেলা স্টেডিয়াম ও অপরটি হচ্ছে রূপসা যুগীহাটি বাদাম তলার মাঠ। বাদামতলার ভেন্যুতে ষ্টীল স্পাইক ব্যবহার করা যাবে না। প্রয়োজনে খেলার ভেন্যু ও তারিখ পরিবর্তন হতে পারে।
এবি ব্যাংকের খুলনা ও বরিশালের আঞ্চলিক প্রধান আরিফ কামাল চৌধুরী বলেন, এর আগে স্বচ্ছতার অভাব এর কারণে দীর্ঘ ৩-৪ বছর এবি ব্যাংক কোন খেলায় পৃষ্টপোষকতা করেনি। সর্বশেষ ২০১৮ সালে এবি ব্যাংক এর পৃষ্টপোষকতায় খেলা অনুষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, এবার এই খেলায় দুই লাখ টাকা দিচ্ছেন। ব্যাংকের তহবিল কম থাকায় এর চেয়ে বেশি টাকা তারা অপাতত দিচ্ছে না। ভবিষ্যতে এর চেয়ে বেশি বাজেটের টুর্ণামেন্ট খেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: বকতিয়ার রহমান গাজী, কে এম জিয়াউস সাদাত সহ বিভিন্ন ইলেকট্রি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঊ/আ-এইচআর