খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে নানা অপপ্রচার বন্ধের দাবিতে রূপসার নৈহাটী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রূপসা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফ ম আব্দুস সালাম।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, এমদাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তরা ফারুক।
নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন শ্রাবণের সভাপতিত্বে ও নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ,আওয়ামী লীগ নেতা এসএম আমজাদ, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, সদস্য সচিব আশরাফ আলী রাজ, প্যানেল চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সোহেল,
উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, আওয়ামী লীগ নেতা মোঃ মামুন শেখ, নাজির শেখ, সান প্রিন্টং প্রেসের স্বত্ত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দীন, সফিকুর রহমান ইমন, মোঃ জাহিদুর রহমান, মোঃ হায়দার আলী, নৈহাটী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাহমুদ হাসান শামীম, যুবলীগ নেতা শেখ সজীব, আঃ রহিম মিনা, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দীন প্রমুখ।