UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এ্যাড. সাইফুলের প্যানা পোস্টার ছেঁড়ার অভিযোগে থানায় জিডি

koushikkln
জুন ২৬, ২০২৩ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্টঃ ডুমুরিয়ার বিভিন্ন স্থানে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলামের ঈদ শুভেচ্ছা সম্বলিত টানানো প্যানা পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।
এঘটনায় সোমবার (২৬ জুন) ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, যার নং- ১৩৯৬। জিডিটি করেছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. মোঃ আব্দুল জলিল শেখ। জিডিতে তিনি উল্লেখ করেন আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ্যাড. সাইফুল ইসলাম ডুমুরিয়ায় বসবাসকারী সাধারণ মানুষকে শুভেচ্ছা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্যানা, পোস্টার, লিফলেট বিতরণ ও প্রকাশ্য স্থানে টানিয়েছেন। গত ২৪ ও ২৫ জুন শোভনা ইউনিয়নের মাদার তলা বাজারে, ক্যাম্পের সামনে, শোভনা কাউন্সিল মোড়, কদমতলা মোড়, রঘুনাথ বাজারসহ বিভিন্ন জায়গায় ঈদের প্যানা ও পোস্টার ভেঙ্গে ও ছিঁড়ে ফেলেছে। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষরা অসৎ উদ্দেশ্যে এই কাজ করেছে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন। তিনি জিডিতে নাম উল্লেখ ছাড়া আরও অভিযোগ করেন শোভনা ইউনিয়নের একজন জনপ্রতিনিধি ও তার সমর্থকরা এ কাজে জড়িত আছে।

ঊআ-বিএস