UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এ ছেঁড়া জুতার দাম ২ কোটি ২৫ লাখ টাকা!

pial
নভেম্বর ১৭, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এক জোড়া ছেঁড়া জুতার দাম ২ কোটি টাকারও বেশি! না কোনো ধাতুর বা অলঙ্কারে মোড়া জুহা নয় এটি, সাধারণ চামড়ার জুতা। নিলামে যার দাম উঠল দুই কোটি ২৫ লাখ টাকারও বেশি। এবং সেটি বিক্রিও হয়ে গেল।

তবে কী এমন ছিল সেই জুতায় যে এত দাম উঠল? আসলে এই জুতা যিনি ব্যবহার করতেন তার নাম স্টিভ জবস। যিনি হলেন বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা। এক জনপ্রিয় নিলাম সংস্থার হাতে আসে স্টিভ জবসের ব্যবহার করা সেই জুতাটি।

সেটির বিক্রি করতে নিলাম ডাকলে তার দাম ওঠে ২,১৮,৭৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাম গিয়ে দাঁড়ায় ২ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকারও বেশি। এ জুতা জোড়া ৭০ দশকে ব্যবহার করতেন প্রাক্তন অ্যাপল কর্তা স্টিভ জবস। এটি এতদিন ছিল তার ম্যানেজার মার্ক শেফের কাছে।
জানা যায়, ১৯৭০ সাল থেকে ১৯৮০ পর্যন্ত ওই জুতা পরতেন স্টিভ। জুতাটি জার্মানির তৈরি। জার্মানির জনপ্রিয় ওই কোম্পানির জুতা পরতেই বেশী ভালোবাসতেন স্টিভ জবস।
সূত্র: ফোর্বস, দ্য ভার্জ, এনপিআর, সিএনএন, সিবিএস নিউজ,সিনেট

(ঊষার আলো-এফএসপি)