UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কপিলমুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

koushikkln
আগস্ট ১৩, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি(খুলনা) সংবাদদাতা : কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

জানাযায়, শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে কপিলমুনির বাজারের নির্মাণাধীন প্রগতি পল্ট্রী ফিডের ৩ তলায় কাজ করার সময় নির্মাণ শ্রমিক প্রতাপকাটী গ্রামের মৃতঃ ফটিক গাজীর ছেলে মোঃ আলাউদ্দীন গাজী (৩৫) পল্লী বিদ্যুতের মেইন লাইনের (১১ হাজার ভোল্টেজ) তারে তার হাতে থাকা রডে স্পর্শ হয়। এসময় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। তার সহকর্মীরা তাৎক্ষণিক কপিলমুনির একটি কিøনিকে ও পরে তালা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।