কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনির আগড়ঘাটায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আব্দুল মজিদকে লাঞ্চিত করার ঘটনায় তথ্যসনুন্ধানে যেয়ে আবারো কয়েকজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কপিলমুনির আগড়ঘাটা উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে।
জানাগেছে, আগড়ঘাটা উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্তব্যরত প্যারামেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগ করেন এবং আয়া দিয়ে আগত রোগিদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করছেন। এমন ঘটনার তথ্যানুসন্ধানে গিয়ে ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদারকে বিষয়টি জানালে ক্ষিপ্ত হয়ে কর্মস্থলে এসে সাংবাদিক আব্দুল মজিদ ডেকে নিয়ে বিভিন্ন ভাবে গালিগালাজ করে লাঞ্চিত করে বের করে দেয়।
ঘটনাটি জানাজানি হলে শনিবার বেলা সাড়ে ১১ টায় আঃ মজিদের সহকর্মী সাংবাদিকরা বিষয়টি জানতে গেলে তাদের উপর আব্দুল্লাহ আল মামুন ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাচের জগটি নিয়ে মারতে উদ্যত হয়। সাংবাদিকরা ঠেকাতে গেলে কাচের জগ ভেঙ্গে প্যারামেডিকেল অফিসার মামুনের কপালে কেটে যায় এবং সাংবাদিক আব্দুল মজিদের হাতের আঙ্গুল কেটে যায়।
এঘটনাকে কেন্দ্র করে ২১/১/২৩ তারিখে বাদী হয়ে ঘটনাকে ভিন্ন খাতে নিতে মিথ্যা ও হয়রানি করার জন্য ৪ জন সাংবাদিকদের নাম উল্লেখ করে মোট ৫ জনের নামে পাইকগাছা থানায় বিভিন্ন ধারায় মামলা করে।