UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কপিলমুনিতে ৩ তেল মিল মালিককে জরিমানা

ঊষার আলো
মার্চ ২৯, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি : ভোজ্য তেলে ভেজাল মেশানোর অভিযোগে কপিলমুনি বাজারের ৩টি তেল মিল মালিককে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টায় খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন। ভোজ্য তেলে ভেজাল মেশানোর অপরাধে বিনোদ অয়েল মিল মালিককে ৬০ হাজার, উৎসব অয়েল মিল মালিককে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলের মালিককে ১০ হাজার টাকা, সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিংসহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে টানানোর জন্য হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের আহবান জানান।