ঊষার আলো ডেস্ক : বৃটিশ বিরোধী সংগ্রামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কমরেড মনি সিংহ-এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা সিপিবি জেলা ও মহানগরের উদ্যোগে ৩১ ডিসেম্বর শনিবার বিকেল ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড নীরোজ রায়, কমরেড সুজিত সাহা, কমরেড আক্তারুন নেছা নিশা, যুবনেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, ভবেশ রায়, হরষিৎ ম-ল, উত্তম রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, নাবিদ আহমেদ সাম্য, মহিদুল ইসলাম, ছাত্রনেতা সৌরভ সমাদ্দার, সৌমিত্র সৌরভ, কৃষ্ণেন্দু বাছাড় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড মনি সিংহ ছিলেন উপমহাদেশের আজীবন কমিউনিস্ট আন্দোলনের একজন ত্যাগী নেতা। জমিদার পুত্র হয়েও তিনি কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের সাথে একত্রিত হয়ে জমিদারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন।