UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার কারণে শিক্ষক থেকে কচু বিক্রেতা

usharalodesk
মে ১২, ২০২১ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শেরপুরের নকলা উপজেলায় করোনাকালীন সময় স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রাখার কারণে বাধ্য হয়েই কচু বিক্রির পথ বেছে নিয়েছেন স্কুল শিক্ষক আব্দুল জলিল। তার মতো একই অবস্থা এ উপজেলায় আরও শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের।
এক সময় যে স্কুলে ১১ জন শিক্ষক পাঠদান করাতেন। প্রতি মাসে নিয়োজিত শিক্ষক ও প্রতিষ্ঠানের ভাড়া বাবদ হাজার-হাজার টাকা গুনতেন। মহামারি করোনার কারণে বন্ধ থাকায় পথে বসার উপক্রম হেয়েছে সে স্কুল শিক্ষকের। করোনায় কর্মহীন হয়ে তিনি আজ কচু বিক্রেতা।
জানা যায়, পৌরসভার গেইটে আব্দুল জলিলের বেবি কেয়ার নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ছিল। প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান হতো সেই স্কুলে। গত বছর থেকে অদ্যাবধি পর্যন্ত কিন্ডারগার্টেন বন্ধ থাকায় বর্তমানে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে আব্দুল জলিলকে। দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকায় বর্তমানে তিনি অন্যের ২০ শতাংশ জমিতে কচু চাষ শুরু করেন। সেটার সামান্য আয় দিয়ে কোনমতে চলছে পাঁচ সদস্যের সংসার।
কচু ও লতি বিক্রি করে এখন সপ্তাহে আয় মাত্র ৬শ’ টাকা। বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে প্রায় ১ বছর ধরে। করোনায় ইতোমধ্যে আব্দুল জলিল তার সংসার চালাতে গিয়ে এরই মধ্যে ২ লাখ টাকা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। স্কুলের আসবাবপত্র বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। অনেকেই শিক্ষকতা পেশা পরিবর্তন করে বাধ্য হয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।
গত বছর সরকারের পক্ষ থেকে করোনায় অনুদান পেয়েছিলেন মাত্র ৫শ’ টাকা। সম্প্রতি নন-এমপিও স্কুল-কলেজের প্রায় ১ লাখ শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের আড়াই হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। তবে এত কষ্টের মাঝেও সুখবর নেই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য। প্রায় দেড় বছর ধরে সরকার সারাদেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। তবে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের পেটের ক্ষুধা লাঘবের কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, করোনায় কর্মহীন বেসরকারি স্কুল কলেজ ও কিন্ডারগার্টেন শিক্ষকদের অবস্থা খুবই করুণ। গত বছর সরকারের পক্ষ থেকে হাতে গোনা কয়েকজন করোনায় অনুদান পেয়েছিলেন। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(ঊষার আলো-এমএনএস)