UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় সরকারের মানবিক খাদ্য সহায়তা পেয়েছে কোটি মানুষ : পলক

usharalodesk
মে ৯, ২০২১ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বন্যা ও করোনার সময়ে আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জননেত্রী শেখ হাসিনার সরকার যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলো, অনেক মানুষ বিশ্বাস করেনি। কিন্তু ১২ বছরে আমরা তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি। দেশ এগিয়ে গেছে। করোনার এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ, নগদ সহায়তা বিতরণ অব্যহত রেখেছেন।
প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণমুলক রাজনীতি প্রতিষ্ঠা করেছে বর্তমান সরকার। সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর অনলাইন সেবায় ক্লাসের সুবিধা পেয়েছে। ৩৩৩ এ কল সেন্টারে ফোনে করে ৭ লক্ষ মানুষ খাদ্য সহায়তা পেয়েছে। করোনায় ১ কোটি মানুষ সরকারের মানবিক খাদ্য সহায়তা পেয়েছে।
আইসিটি প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে নাটোরের সিংড়ায় শনিবার (৮ মে) সকাল ১০টায় সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে কর্মহীন ৪৬২১ জন পরিবারকে ২০ লক্ষ ৯৭ হাজার টাকা প্রধানমন্ত্রীর উপহার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর নগদ সহায়তার অর্থ বিতরণের উদ্বোধন করেন। সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, পিআইও আল আমিন সরকার, ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গির আলম প্রমূখ।
পরে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে ১৯৮৮৯ জনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ডায়াবেটিকস সমিতির নতুন ভবন সংস্কার কাজ পরিদর্শন করেন।

(ঊষার আলো-এমএনএস)