UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পুকুরে ভাসছিল যুবকের মরদেহ

ঊষার আলো
জুন ৬, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৬ জুন) গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম।তিনি বলেন, রবিবার দিবাগত রাত দুইটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তার শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফর গতকাল সন্ধ্যায় সাতটার দিকে বাসা থেকে বের হয়। পরে একপর্যায় নিজ বাড়ির পুকুরে তার মরদেহ ভেসেতে দেখা যায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।আবু জাফর প্রদীপ এলাকার মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। সে পেশায় দলিল লেখক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

ঊষার আলো-এসএ