UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে কলা গাছ ও পেঁপে গাছের সাথে শত্রুতা

koushikkln
জুন ১২, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে কলা গাছ ও পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার মেঘ পল গ্রামের সেকেন্দার আলীর ছেলে নুরুজ্জামান রাজুর বর্গা জমির উপরে কলা গাছ ও পেঁপে গাছ চাষ করেছে। এলাকার কিছু খারাপ মানুষ গরু ছেড়ে পালন করে কৃষির ক্ষতি সাধন করে এ নিয়ে কথার কাটাকাটি হয়ে। পরে ৮ জুন বুধবার রাতে বাগানের সব কলা গাছ ও পেঁপে গাছ কেটে ফেলেছে।
নুরুজ্জামান রাজু জানান আমি সমিতি থেকে দেড় লাখ টাকা নিয়ে এ কাজ করেছি,এখন আমি পথে বসে গেছি আমার সংসার চালানো দায়। এবিষয় কাউখালী থানায় অফিসার ইনচার্জ বনি আমিন বলেন আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের অইনের আওতায় আনতে হবে।