UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

usharalodesk
মার্চ ১১, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ কাউখালী উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করছেন কমিটির একাংশের নেতারা। (১১মার্চ)  বৃহস্পতিবার কাউখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদল নেতা ও নুতন কমিটির যুগ্ম আহবায়ক আল মাহমুদ সুমন। এসময় পদ বঞ্চিতরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর গত ৫ মার্চ কাউখালী উপজেলা ও কলেজ ছাত্রদলের ২১ সদস্য আহবায়ক কমিটি ঘোষনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। নবগঠিত এই আহবায়ক কমিটিতে ছাত্রদলের নীতিমালা ভঙ্গ করে নেশাগ্রস্থ, বিবাহিত, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ও আত্মীয়দের পদ দেয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়াও সরকার বিরোধী আন্দোলনে যারা সক্রিয় থেকে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাউকে রাখা হয়নি। বরং যাদের দিয়ে কমিটি সাজানো হয়েছে তাদের অনেকই ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল করার যোগ্যতা নেই। তারা আরো অভিযোগ করে বলেন কমিটিতে মাহামুদুল হাসান তানভীরকে আহবায়ক করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জে অবস্থান করে পরিবহন ব্যবসার সাথে জড়িত। তার বাড়ি উপজেলা শহরের প্রায় ১২ কিলোমিটার দুরে শিয়ালকাঠী গ্রামে। তানভীর উপজেলার রাজনীতির সাথে কখনোও জড়িত ছিল না। সংবাদ সম্মেলনে তারা আরো বলেন ছাত্রদলের এই কমিটি আমরা ঘৃনাভরে প্রত্যাখ্যান করছি এবং আগামী ১৫দিনের মধ্যে ছাত্রদলের নুতন কমিটি গঠনের জোর দাবী জানাচ্ছি তা না হলে জোরালো কর্মসূচি ঘোষনা করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সদ্য ঘোষিত কমিটির উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাফিতুর রহমান লাফিত, যুগ্ম আহবায়ক জয়দেব রায়, এছাড়াও কলেজ কমিটি থেকে অনাস্থা জানিয়ে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মীর ফয়সাল ইমতিয়াজ শোভন, রবি দাস, মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ।

(ঊষার আলো-আরএম)