UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টা

koushikkln
অক্টোবর ২০, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক এসএসসি পরীক্ষার্থীকে পিঠে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরের দিকে কাঠালিয়া স্কুলের সামনে রাস্তায় বসে বন্ধু বান্ধবরা কথা বলার এক পর্যায় আকাশ হাওলাদার (১৮) নামে এক এস এস সি পরিক্ষার্থীর পিঠে চাকু মেরে হত্যার চেষ্টা করে মুজায়েত নামের নবম শ্রেণির এক ছাত্র। ছুরি মারার পর পরেই সে দ্রুত পালিয়ে যায় । আহত পরীক্ষার্থী হচ্ছে উপজেলার গোসনতারা গ্রামের সাখাওয়াত হোসেনর ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় কাউখালী হাসতাপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ হাসপাতালে ও ঘটনা স্থল পরিদর্শন করছেন।

আকাশের মা ফরিদা পারভিন জানান, হামলার সময় ৭/৮ জনের একটি কিশোর চক্র সেখানে পুর্ব পরিকল্পিতভাবে ছেলের উপর হামলা চালায় । দোষীদের বিরুদ্দে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান।