UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ব্রাকের আয়োজনে বাল্য বিয়ের র্কাড প্রদান

koushikkln
আগস্ট ৩১, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি : কাউখালী ব্রাকের আয়োজনে বাল্য বিয়েকে না বলি বিষয় তথ্য র্কাড বিতরণ করেন। কাউখালী উপজেলার কেউন্দুিয়া গ্রামের  পল্লী সমাজের উদ্যোগে বুধবার (৩১ আগস্ট) বাল্য বিয়ের তথ্য  কার্ড প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,মোস্তাফিজুর  রহমান। মহিলা ইউপি সদস্য  রেভা বেগম।আরও  উপস্থিত  ছিলেন  কেউিন্দুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গালর্স স্কুলের  প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অনান্য শিক্ষকবৃন্দ।