UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাজী ওয়াহিদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির স্মরণসভা

koushikkln
ডিসেম্বর ৩০, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য, ষাটের দশকের তুঘোড় ছাত্রনেতা, খুলনা ডায়াবেটিক সমিতি’র সাবেক সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নবলোক’-এর সাবেক নির্বাহী পরিচালক সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা কমরেড কাজী ওয়াহিদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতে প্রয়াত কাজী ওয়াহিদুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বিশ্বখ্যাত কিংবদন্তী ফুটবলার পেলের প্রয়াণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এ সময়ে বক্তৃতা করেন পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড মনিরুজ্জামান, কমরেড মনির হোসেন, যুব মৈত্রীয় জেলা অর্থ সম্পাদক কৃষ্ণ কান্তি ঘোষ, ছাত্র মৈত্রীর জেলা সভাপতি বিকাশ চন্দ্র ম-ল, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।