UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগার থেকে মুক্তি পেল ৭ এইচএসসি পরীক্ষার্থী

ঊষার আলো ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তার সাতজন এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। শনিবার (৩ আগস্ট) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ঢাকায় কোটা আন্দোলন চলাকালে গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন নামে এইচএসসি পরীক্ষার্থীকে শনিবার সকালে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার সকালে তিনজন এবং বিকেলে আরও তিনজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীরা নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন।

তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কারাগার  থেকে জামিনে মুক্ত এসব শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, এ কারাগারে ৯ জন পরীক্ষার্থী রয়েছেন। জামিনের কাগজপত্র পাওয়ার যাচাই-বাছাই শেষে  তাদের মুক্তি দেওয়া হবে।