UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে: তারেক রহমান

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনসংখ্যা অভিশাপ নয়, বরং এটি মানবসম্পদে পরিণত করতে হবে।’ তিনি আরও জানান, দলের ৩১ দফা ঘোষণায় স্বনির্ভর বাংলাদেশ গঠনের রূপরেখা দেওয়া হয়েছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি রাখা বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমরা জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য এলসি সুবিধা প্রদান করবো, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যিক খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি যখন রুগ্ন হয়ে পড়ে, তখন অর্থনীতি সঙ্গত কারণেই রুগ্ন হয়। একটি মাফিয়া সরকারের তৈরি জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। তবে, যদি জনগণের কাছে সরকার পরিচালনায় অদক্ষতা স্পষ্ট হয়, তখন আস্থা হারানোর আশঙ্কা থাকে।’

তারেক রহমান দেশের জনগণের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আহতদের হাসপাতাল থেকে বের হয়ে বিক্ষোভে যোগ দেওয়া একটি লজ্জাজনক দৃশ্য। প্রতিটি পরিবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে বিপাকে রয়েছে। এই সরকারের ব্যর্থতা পুরো জাতির ব্যর্থতা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন খাতে অযাচিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে জনগণের মধ্যে বিরক্তি সৃষ্টি হচ্ছে।

‘এছাড়া, দেশের ভেতরে ও বাইরে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে,’ বলেন তারেক রহমান। তিনি যোগ করেন, ‘কিছু কিছু সিদ্ধান্ত জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া হচ্ছে, যা সরকারের প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করছে।’

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি মনে করে, যদি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নিয়ে জনগণ সচেতন হয় এবং তা নিয়ে কাজ করে, তবে জনগণের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় হবে। কিন্তু, বর্তমান সরকারের ব্যর্থতা শুধু সরকারের নয়, পুরো জাতির ব্যর্থতা।’

এ সময়, তিনি আরও অভিযোগ করেন যে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য দেশে এবং বিদেশে ষড়যন্ত্র চলছে।