ঊষার আলো ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সেন্ট্রাল সিআরটিএস এর জন্য “ওয়েব বেসড সিস্টেম” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) সকাল ১০টায় প্রশাসনিক ভবনস্থ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং সেন্ট্রাল সিআরটিএস এর জন্য “ওয়েব বেসড সিস্টেম” এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (সিআরটিএস) প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। অনুষ্ঠানে সেন্ট্রাল সিআরটিএস কমিটির সদ্যস্যবৃন্দ এবং ওয়েব বেসড সিস্টেম তৈরীর সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।