UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েট ক্যাম্পাস সংলগ্ন বাড়ির মালিক ও ওসির সাথে কুয়েট’র মতবিনিময়

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, যাবদীপুর, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করেন সে সকল বাড়ির মালিকগণ, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ ও প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৯ এপ্রিল) বুধবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ। মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ), বিভিন্ন হলের হল প্রভোস্ট, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্র্জ/প্রতিনিধি সহ সম্মানিত বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊআ-বিএস