ঊষার আলো ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে কর্মরত জুনিয়ার টেকনিশিয়ান তাইজুল ইসলামের উন্নত চিকিৎসার জন্য বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৭জুন) দুপুরে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কার্যালয়ে ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সাল হোসেন এর নিকট আর্থিক সহায়তার চেক প্রদান করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসিই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুখ হোসেন, প্রফেসর ড. এ বি এম আওলাদ হোসেন এবং কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হক খান।
উল্লেখ্য, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনী সংক্রান্ত মারাত্মক জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন।