UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়েটে প্রশিক্ষণ অনুষ্ঠিত

usharalodesk
জানুয়ারি ২৮, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী (ইউটিলিটি সিস্টেম অটোমেশন সফটওয়্যার) শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং ট্রেইনিং পরিচালনা করেন ইউটিলিটি সিস্টেম অটোমেশন কমিটির সভাপতি প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান, কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেনসহ ইউটিলিটি সিস্টেম অটোমেশন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।