UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকদের মাঝে প্রণোদনা দেয়া অব্যাহত রেখেছে সরকার : সালাম মূর্শেদী এমপি

usharalodesk
জুন ৩০, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া অব্যাহত রেখেছে। কোনো কৃষি জমি পতিত রাখা যাবে না। সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমাণে ফলাতে কৃষকদের মনোযোগী হতে হবে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে করোনা ভাইরাসের অধিকতর সংক্রামক ভ্যারিয়েন্টের সংক্রমণ চলছে। এজন্য আগের তুলনায় অধিক মনোযোগী হয়ে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোঁয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
‘মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার’ প্রতিপাদ্যে বুধবার (৩০ জুন) রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রণোদনা কর্মসূচির আওতায় সাড়ে ৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন হাইব্রীড ও উফশী ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রূপসা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন হাইব্রীড ও উফশী ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূবাইয়া তাছনিম সভায় সভাপতিত্ব করেন। রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় স্বাগত বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কাজী জাহাঙ্গির হোসেন, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজা মনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদাউস, শিউলি মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, এমপি প্রতিনিধি আজমল ফকির, কৃষক নজরুল ইসলাম, আসাদ শেখ, যতিন হালদার প্রমূখ।
তেরখাদা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে এ সময় অনলাইনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বশাক সহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম।
দিঘলিয়া থেকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এইচ এম শামিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সদরের এমপি প্রতিনিধি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম সহ সুফল ভোগী ও সুধিজন।
এদিকে ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণের এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার বিকালে রূপসা উপজেলা পরিষদ চত্ত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই, সবাইকে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নিতে হবে।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উদযাপন করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, আশিষ রায়, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, ফরিদ শেখ, সাইদুর রহমান সগির, সুব্রত বাগচী, তারেক আজিজ, আ:মজিদ শেখ, বাদশা মিয়া, শামীম হাসান লিটন, মেজবা উদ্দিন, শাহনেওয়াজ কবীর টিংকু, সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, রতন মন্ডল, খান জাহিদ হাসান, খান মারুফ হাসান, আজাদ শেখ, আ:রশিদ শেখ, রউপ শিকদার, শারাফাত হোসেন উজ্জল, মহিউদ্দিন খান প্রিতম, রবিউল ইসলাম, মহিউদ্দিন মানিক, গিয়াস কামাল, মুছা লস্কর, ফ ম সাকিব রায়হান, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, এস এম রিয়াজ প্রমূখ।
(ঊষার আলো-এমএনএস)