ঊষার আলো প্রতিবেদক : নগরীতে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৮ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশের। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) কেএমপি সূত্র হতে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ বিক্রেতা গ্রেফতার হয়। এসময় এদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, খূলনা থানাধীন টুটপারা এলাকার সঞ্জিত সরদার (৪২), খূলনা থানাধীন দিলখোলা এলাকার মিজানুর রহমান (৩৯), যশোর বাহাদুরপুরের মোঃ ফারুক হোসেন (৩২), সোনাডাঙ্গা থানাধীন বক্সিপাড়া লেন এলাকার মোঃ আলী-বিন হুসাইন ওরফে রাজন (২৩), সোনাডাঙ্গা থানাধীন শের-এ-বাংলা সড়কের মীর ফয়সাল হোসেন এনরোজ (৩২), বটিয়াঘাটা থানাধীন কাতিয়ানাংলা ডেউয়াতলা এলাকার আশরাফুল ইসলাম রনি(২৮), সোনাডাঙ্গা থানাধীন হোটেল আলিশান সংলগ্ন এলাকার অপু খাঁন(২৮) ও দৌলতপুর থানাধীন মজুমদার পাড়া এলাকার মোঃ মামুন শেখ(৩৩)।
(ঊষার আলো-এফএসপি)