UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ বিক্রেতা আটক

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৮ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বৈলতলী এলাকার আলী আহম্মদের ছেলে মাহামুদ হাসান ওরফে কাকন (২৬), মুজগুন্নী দাক্ষিণ কাজীপাড়া এলাকার মৃত: দিদারুল গাজীর ছেলে মোঃ রিন্টু গাজী(২৫), রূপসা আইচগাতী, মল্লিকপাড়া এলাকার মৃত: আমজাদ হোসেন মল্লিকের ছেলে মোঃ মুরাদ মল্লিক(৪২), বসুপাড়া বাঁশতলা এলাকার সোবহান শেখের ছেলে মোঃ রহমত উল্লাহ শেখ(২৮), খালিশপুর জোড়াগেট ০৭নং ঘাট এলাকার মৃত হামেজ উদ্দিনে শেখের ছেলে মোঃ কুট্টি শেখ(৩০), খালিশপুর ক্রিসেন্ট লালগেট এলাকার মোঃ নজুর ছেলে মোঃ রহিম(৩০), খালিশপুর পিপলস নিউ কলোনী রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৬) এবং হাউজিং এস্টেট নতুন কলোনী, রোড এলাকার মৃত: আব্দুল মান্নানের ছেলে মোঃ আলমগীর হোসেন(৪০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)